বিএনএ,চট্টগ্রাম : ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মোঃ শেখ রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব । শনিবার(২৫ ফেব্রুয়ারি) নগরীর টাইগার পাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকার মৃত ফজল হকের ছেলে।
র্যাব -৭ জানায়, ভুক্তভোগী নারী নগরীর ডবলমুরিং এলাকায় তার স্বামী সন্তান নিয়ে থাকেন। তার স্বামী সৌদি আরব প্রবাসী। ২০১৭ সালে দেশে আসেন তিনি। এসময় আসামী মোঃ শেখ রাসেল এর সাথে ভিকটিমের স্বামীর বন্ধুত্ব হয় । এ সুবাদে সে প্রায়ই ভিকটিমদের বাড়িতে বেড়াতে আসত। রাসেল তার মায়ের চিকিৎসার কথা বলে ভিকটিমের স্বামীর নিকট হতে ৩ লক্ষ টাকা ঋণ নেয়। এর কিছুদিন পর ভিকটিমের স্বামী আবার বিদেশে চলে যায়। বিদেশ যাওয়ার আগে রাসেলকে বলে যায় সে যেন ঋণ নেয়ার টাকা প্রতি মাসে কিছু কিছু করে ভিকটিমকে দেয় এবং তার সংসারের খোঁজ খবর রাখে। ভিকটিমের স্বামীর অনুপস্থিতে রাসেল প্রায় সময় তাদের বাড়িতে টাকা দেয়ার জন্য আসত এবং তাদের সংসারের খোঁজ খবর রাখত। এভাবে ভিকটিমের সাথে রাসেলের ভাল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে।
ভিকটিমের বাড়িতে অবাধ চলাচলের সুযোগে ধূর্ত রাসেল ভিকটিমের অজান্তে তার ব্যক্তিগত মুহুর্তের কিছু ছবি ও ভিডিও রেকর্ড করে রাখে। পরবর্তীতে রাসেল ভিকটিমকে এ ছবি ও ভিডিও দেখিয়ে তার সাথে শারীরিক সর্ম্পক করার প্রস্তাব দেয় এবং সে যদি রাজী না হয় তার স্বামীসহ সবার নিকট তা ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। ভিকটিম তার প্রস্তাবে রাজি না হলে তখন রাসেল ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিকটিম এ ব্যাপারে গত ১৫ জানুয়ারি ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন যার নম্বর ৮৫৯/২০২২।
ডবলমুরিং থানা পুলিশ রাসেলকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার মোবাইল থেকে ভিকটিমের ছবি ও ভিডিও ডিলেট করে দেয়। এ ধরনের কাজ আর করবে না শর্তে পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু ছাড়া পাওয়ার পর রাসেল ক্ষিপ্ত হয়ে ভিকটিমের ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও এডিট করে তার আত্মীয় স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং ভিকটিমকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে। ভিকটিম নিরূপায় হয়ে সাইবার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম বরাবরে পিটিশন মামলা দায়ের করেন যার মামলা নং-২৩৮/২০২২, (ডিজিটাল নিরাপত্তা আইন -২০১৮ সালের ২৩/২৫/২৬/২৯ ধারা)।
মামলা দায়েরের পর আসামী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। এর প্রেক্ষিতে গত শনিবার(২৫ ফেব্রুয়ারি) নগরীর টাইগার পাস এলাকা থেকে রাসেলকে আটক করা হয়। আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি