22 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এবার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

এবার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউ গিনি

ভূমিকম্প

বিশ্ব ডেস্ক: জাপান ছাড়াও পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কান্দ্রিয়ানে শনিবার আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.২। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। পাপুয়া নিউ গিনি ওশেনিয়ার একটি দেশ।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ৯টা ২৪ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার।

ভূমিকম্প থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কিম্বে শহরের কাছে একটি ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টে কম্পন অনুভূত হয়েছিল। তবে একজন কর্মী এটিকে ‘খুব খারাপ নয়’ বলে বর্ণনা করেছেন।

রিসোর্টের কর্মী ভেনেসা হিউজ বলেছেন, ‘কেউ সত্যিই প্রতিক্রিয়া জানায়নি, এটি কেঁপে উঠেছে, কিন্তু কোন ক্ষতি হয়নি।’

ভূমিকম্পে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়াও শনিবার রাতে জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডোতে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং জাপান আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি রাত ১০টা ২৭ মিনিটে প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। সম্প্রচারমাধ্যম এনএইচকেতে কথা বলা একজন বিশেষজ্ঞ সেখানকার বাসিন্দাদের অন্তত এক সপ্তাহ ভূমিকম্প নিয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ