বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খান।এর আগে রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মৃত মানিক খলিফার ছেলে মো: আজিজুল (৩৮), মৃত নজরুল ইসলামের ছেলে আ: রশিদ (৩৯), মৃত আফতাব উদ্দিনের ছেলে মো: হাসান আলী ওরফে জুলহাস (৩৯), মৃত আজিমউদ্দিনের ছেলে মো: ভুট্টু সরকার (৪৪), মো: মোজা মিয়ার ছেলে মো: রফিক মিয়া (৩৬), মৃত মজিদ মোল্লার ছেলে মো: নুরুল ইসলাম (৪০), মো: সোহরাব হোসেনের ছেলে মো: শাহ আলম (৪৮), মৃত বশিরের ছেলে মো: কামরুল সরদার (৪২)।
র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় আশুলিয়ায় একটি চক্র নিয়মিত জুয়ার আসর বসাচ্ছে।পরে সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৮ জন জুয়ারিকে আটক করে।এসময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার ৪ সেট প্লেয়িং কার্ড, ৯টি মোবাইল সেট, ৪৪ হাজার ৩৬০ নগদ টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে সিপিসি-২ র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামিরা জুয়া খেলায় যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিএনএ/ ইমরান খান, ওজি