27 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » শিল্পী সমিতির ১৮৫জনের সদস্যপদ বাতিলে ক্ষুব্ধ নায়ক আলমগীর

শিল্পী সমিতির ১৮৫জনের সদস্যপদ বাতিলে ক্ষুব্ধ নায়ক আলমগীর

চিত্রনায়ক আলমগীর

রাজধানীর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে (Bangladesh Film Development Corporation or BFDC) বিএফডিসির তেজগাঁও প্রাঙ্গণ। নির্বাচন নিয়ে প্রার্থী ও সমর্থকদের মধ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। এক প্যানেলের প্রার্থীরা অপর প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে শিল্পী সমিতির ১৮৫জনের সদস্যপদ বাতিল নিয়ে নানা রকম প্রচার ও অপপচারে লিপ্ত।

মঙ্গলবার(২৫ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন- নিপুণ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে নায়ক আলমগীর বলেন,  জায়েদ খান সাধারণ সম্পাদক হয়ে সব সময় সিনিয়র শিল্পীদের নাম বলে তাদের ওপর দায় চাপিয়ে ১৮৫জন শিল্পীর সদস্য পদ বাতিল করেছে।

গণহারে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিলের কোন যৌক্তিক কারণ দেখি না।  নায়ক আলমগীর হোসেন বলেন,  জায়েদ খান যদি সেই ফাইলে আমার এবং অন্য সিনিয়র কোনো শিল্পীর স্বাক্ষর দেখাতে পারে তবে আমি তাদের প্যানেলকে নির্বাচনে ভোট দিবো আর যদি সে তা না দেখাতে পারে তাহলে আমি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল কে ভোট দিব, বলেন চিত্রনায়ক আলমগীর।

সে সাথে মিশা-জায়েদ এর বিরুদ্ধে মান হানির মামলা করবো।এই ব্যাপারে জায়েদ খান এর কোন মতামত এখন পর্যন্ত পাওয়া যায় নি।

বিএনএ নিউজ ২৪, আর আর খান

Loading


শিরোনাম বিএনএ