Bnanews24.com
Home » শাবির ৫ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
টপ নিউজ সব খবর

শাবির ৫ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

জামিন পেলেন শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী

বিএনএ, সিলেট : আন্দোলনে অর্থ জোগানের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়। এর আগে বিকালে সিলেট মহানগর পুলিশের কাছে তাদের হস্তান্তর করে সিআইডি।

মামলার বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফউল্ল্যাহ তাহের।

তিনি জানান, অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ যোগানের অভিযোগ আনা হয়েছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে। তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।

এর মধ্যে হাবিবুর বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ২০১২ সালে পাস করেছেন। একই বছর আর্কিটেকচার বিভাগ থেকে পাস করেছেন রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ।

বিএনএনিউজ/এইচ.এম।