20 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ব্যবসায়ী হামিদুল হত্যায় জড়িত ৫ ‘ছিনতাইকারী’ গ্রেফতার

ব্যবসায়ী হামিদুল হত্যায় জড়িত ৫ ‘ছিনতাইকারী’ গ্রেফতার

ব্যবসায়ী হামিদুল হত্যায় জড়িত ৫ ‘ছিনতাইকারী’ গ্রেফতার

বিএনএ, ঢাকা : রাজধানীর হাইকোর্ট এলাকায় ব্যবসায়ী হামিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকার উত্তর মুগদা ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল, জাহিদ হোসেন, শুকুর আলী, মো. শাকিল ও সোহেল মিয়া।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার জানান, আটক ওই পাঁচজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামিদুলকে ছুরি মারার কথা স্বীকার করেছে।

তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু, নিহতের মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধারের পাশাপাশি একটি মোটরচালিত রিকশা জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

গত শনিবার রাতে কদম ফোয়ারার সামনে ছুরিকাঘাতে নিহত হন ৫৫ বছর বয়সী হামিদুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে কেবল টিভির সংযোগ দেওয়ার ব্যবসা করে আসছিলেন। পরিবার নিয়ে তিনি থাকতেন তোপখানা রোডের ‘বসতি ময়ূরীতে’।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ