21 C
আবহাওয়া
৮:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আজ পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে

আজ পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে

আজ পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে

বিএনএ, বিশ্ব ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জুসেপ্পে জানিয়েছেন যে মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি পদত্যাগ করবেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইতালির প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল ৯টায় এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন বলে বিবিসির একটি প্রতিবেদনে এ এমন তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওই বৈঠকে তিনি তার নিজের ইচ্ছার কথা মন্ত্রীদের কাছে ব্যক্ত করবেন। এরপরেই হয়তো তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাবেন।

ইতালিতে করোনার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে হয়তো দেশটির প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ