26 C
আবহাওয়া
২:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

বিএনএ, সিলেট: সিলেট-আখাউড়া রেল সড়কে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনের ওপর গাছ পড়ায় সিলেটের সাথে প্রায় চার ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা থেকে সিলেটগামী পাহাড়ি একপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কালনী একপ্রেস সাতগাঁও স্টেশনে আটকা রয়েছে বলে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ।

স্থানীয়রা জানান, বিকেলে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। এ সময় বনের ভেতরে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিষয়টি নিশ্চিত করে শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার উত্তম কুমার বলেন, শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও একটু দূরে সাতগাঁও স্টেশনে কালনী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। গাছ অপসারণের কাজ চলছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ