30 C
আবহাওয়া
৬:৩৪ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সোমবার (২৪ অক্টোবর)  সকাল থেকে সারাদেশে বৃষ্টি হচ্ছে।দেশের দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রাম মহানগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  জলোচ্ছ্বাসের প্রভাবে ও জোয়ারের পানিতে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ হালিশহর, বাকলিয়া, চাক্তাই, পুরাতন চান্দগাও থানা, চান্দগাঁও আবাসিক এলাকা, চকবাজার, মুরাদপুর, ষোলশহর ২নং গেইট, ষোলকবহর, ষোলশহর, পাঁচলাইশ এলাকা হাটু পানিতে তলিয়ে গেছে।

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আজ মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওযা অফিস। সোমবার চট্টগ্রামে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪১মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূল অতিক্রম করতে থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৬ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

বিএনএ,জিএন

আপডেট ০০.৫৫ ,এএম,২৫ অক্টোবর।

Loading


শিরোনাম বিএনএ