15 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সরকারি চাকরিতে পরীক্ষা ফি বাড়ল

সরকারি চাকরিতে পরীক্ষা ফি বাড়ল

পরীক্ষা

বিএনএ, ঢাকা : সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগে পরীক্ষা ফি বাড়ল। গত ২২ সেপ্টেম্বর এ নিয়ে সার্কুলার জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। রোববার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

এতে বলা হয়-সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে লোকবল নিয়োগে পরীক্ষা ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে ক্যাডার সার্ভিসে আবেদন ফি আবার নির্ধারণ করা হয়নি।

সার্কুলারে উল্লেখ করা হয়, নবম গ্রেড বা তদুর্ধ্ব (নন-ক্যাডার) গ্রেডে পরীক্ষা ফি ৬০০ টাকা পুন:নির্ধারণ করা হয়েছে। আগে যা ছিল ৫০০ টাকা। ১৩তম থেকে ১৬তম গ্রেডে আবেদন ফি দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে তা ২০০ টাকা করা হয়েছে। আগে যা ছিল ১০০ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ