31 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পঞ্চগড়ে নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু; নিখোঁজ ২৩

পঞ্চগড়ে নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু; নিখোঁজ ২৩

পঞ্চগড়ে নৌকাডুবি

বিএনএ ডেস্ক: পঞ্চগড়ে করতোয়া নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরও অন্তত ২৩ জন।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাড়েয়া ও বড়শশী ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। নিহতদের মধ্যে ১৩ জন শিশু, ৮ জন নারী ও ৪ পুরুষ।

করতোয়া নদীতে নৌকা ডুবির দৃশ্য
করতোয়া নদীতে নৌকা ডুবির দৃশ্য

স্থানীয়রা জানান, দুর্গাপূজার মহালয়া আজ। বোদা উপজেলার হাজার হাজার মানুষ আউলিয়া ঘাট পার হয়ে বড় শশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দিরে পূজা আর্চনা দেখতে গিয়েছিলেন। আউলিয়া ঘাট দিয়ে করতোয়া নদী পার হয়ে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

করতোয়া নদীতে নৌকা ডুবি
করতোয়া নদীতে নৌকা ডুবি

স্থানীয়রা জানান, নৌকার ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠায় এ দুর্ঘটনা ঘটেছে। করতোয়া নদীর দুই পাড়ে হাজার মানুষ জড়ো হয়েছেন। মৃত্যু আর নিখোঁজের ঘটনায় আউলিয়া ঘাট এলাকায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

বোদেশ্বরী মন্দির
বোদেশ্বরী মন্দির

বোদেশ্বরী মন্দির

বোদেশ্বরী মন্দির পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের অন্তর্গত একটি প্রাচীন মন্দির। পাল আমলে মন্দিরটি নির্মিত বলে ধারণা করা হয়। আয়তন প্রায় ২.৭৮ একর। এই মন্দিরের নাম অনুযায়ী বোদা উপজেলার নামকরণ করা হয়। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখনও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন বহন করে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ