22 C
আবহাওয়া
৭:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার উত্তেজনা,সংঘর্ষ

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-আনসার উত্তেজনা,সংঘর্ষ

সচিবালয়ের সামনে শিক্ষার্থী- আনসার

বিএনএ, ঢাকা: সর্বশেষ : রাত সোয়া ১০টার পর আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ করেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩০জন আহত হয়েছে বলে জানা গেছে। এর আগে সচিবালয়ে পৌঁছে সেনাবাহিনীর সদস্যরা। পরিস্থিতি শান্ত।

রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। এ দুই সমন্বয়ককে উদ্ধারে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৫ আগস্ট)  রাত সাড়ে নয়টার দিকে ছাত্ররা সচিবালয়ের সামনে আসলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

তারা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে।

জানা গেছে,  চাকরির স্থায়ীকরণসহ নানা দাবিতে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে। রবিবার বেলা ১২টা থেকে সচিবালয় অবরোধ করেন আনসার সদস্যরা।

হাজার হাজার আনসার সদস্য ৮ ঘন্টা ধরে সচিবালয় চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছে। সচিবালয় থেকে উপদেষ্টারাসহ কোন কর্মকর্তা কর্মচারী বিকেল থেকে কেউ বের হতে পারছিল না। দাবি মানা সত্ত্বেও আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে সবকটি গেইট ব্লক করে রাখে।

রাত ১০টার দিকে সচিবালয়ে আসে সেনাবাহিনীর সদস্যরা।তারা আনসার সদস্যদের বুঝানোর চেষ্ঠা করছেন। শিক্ষার্থীদেরও শান্ত করার চেষ্টা করছেন।

আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২জন ছাত্র আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এরআগে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করে রেখেছে এমন খবরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা টিএসসিতে এসে জড়ো হতে থাকে। পরে কয়েক হাজার ছাত্র সচিবালয়ের দিকে লাঠি নিয়ে রওয়ানা দেয়।

বিএনএনিউজ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ