25 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনা : চট্টগ্রামে কমেছে আক্রান্ত ও মৃত্যু

করোনা : চট্টগ্রামে কমেছে আক্রান্ত ও মৃত্যু


বিএনএচট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৮৮টি নমুনা পরীক্ষায় ২৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ১৪৩ জন এবং উপজেলায় ১৪৯ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৯৬২ জন। একই সময় করোনায় আক্রান্ত হয়ে নগরে ১ জন ও জেলায় ২ জন করে মৃত্যুবরণ করেছে। বুধবার ( ২৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৭৮টি নমুনা পরীক্ষায় ৫৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৬৫টি নমুনা পরীক্ষায় ৮০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষায় ৪৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৪২ টি নমুনা পরীক্ষায় ৫০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৬২টি নমুনা পরীক্ষায় ১৩ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৬৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭১টি নমুনা পরীক্ষায় ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৪ জন,  এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং এন্টিজেনে  ১১৮টি নমুনা পরীক্ষায় ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

করোনা ভাইরাসে চট্টগ্রামে মৃত্যু

এদিন(২৪ আগস্ট) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল,  জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল (আরটিআরএল) ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলায় ১৪৯ জনের মধ্যে সাতকানিয়ায় ৯ জন, বাঁশখালী ১৩ জন, আনোয়ারায় ১১জন, চন্দনাইশ ২ জন, পটিয়া ৭ জন, বোয়ালখালী ৫ জন, রাঙ্গুনিয়া ১, রাউজান ৪৩ জন, ফটিকছড়ি ২৭ জন, হাটহাজারী ২২ জন, সীতাকুণ্ড ৭ জন, মিরশ্বরাই ২ জন। লোহাগাড়ায় ও সন্দ্বীপ উপজেলায় গত ২৪ ঘন্টায় কেউ করোনায় আক্রান্ত হয় নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৯২ জন বেড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৬৮৮ জন। যাদের মধ্যে নগরে ৭১ হাজার ৪৬৮ জন এবং উপজেলায় ২৬ হাজার ৪৯৪ জন। একই সময় করোনায় ৩ জনের মৃত্যুসহ মোট মৃত্যুর সংখ্যা  বেড়ে দাঁড়িয়েছে ১১৯৬ জন। যাদের মধ্যে নগরে ৬৭৬ জন এবং উপজেলায় ৫২০ জন।

বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ