18 C
আবহাওয়া
৭:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আল্লামা কাজী সোলাইমান আলকাদেরীর দাফন সম্পন্ন

আল্লামা কাজী সোলাইমান আলকাদেরীর দাফন সম্পন্ন

আল্লামা কাজী সোলাইমান আলকাদেরীর দাফন সম্পন্ন

ইমামে আহলে সুন্নাত মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আলকাদেরী শেরে বাংলা (রহ.) এর খলিফা রাউজান মইশকরম সোলাইমানীয়া শাহী দরবার শরীফের সাজ্জাদানশীন প্রবীন আলেমেদ্বীন পীরে কামেল কুতুবে জামান ছাহেবে খাশফ ও কারামত শাহ্ সুফী আল্লামা হাফেজ কাজী সোলাইমান আলকাদেরী ২৪ জুলাই দুপুর ১.৩০ ঘটিকায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স (৭৮) বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনী সহ অসংখ্য মুরিদান আশেকীন ভক্ত রেখে যান।

২৫ জুলাই সকাল ১১ টায় রাউজান মইশকরমস্থ হযরত রুস্তম শাহ্ মসজিদ ময়দানে নামাজে জানাযা হযরতের ৩য় শাহজাদা মাওলানা কাজী মুহাম্মদ আজিজ উদ্দিন আলকাদেরীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত পরিচালনা করেন পীরে ত্বরিকত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। নামাজের জানাযায় হুজুরের হাজার হাজার মুরিদান আশেকীনসহ দেশ বরেণ্য পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নামাজের জানাযা শেষে তাকে মইশকরমস্থ সোলাইমানীয়া শাহী দরবার শরীফে দাফন করা হয়।

পীরে কামেল শাহ্ সুফী আল্লামা কাজী সোলাইমান আলকাদেরী (রহ.) এর ইন্তেকালে হাটহাজারী ইমাম শেরে বাংলা (রহ.) দরবার শরীফের বড় শাহ্জাদা পীরে ত্বরিকত শাহ্ সুফী হযরত সৈয়দ আমিনুল হক আলকাদেরী (মজিআ), ছোট শাহজাদা শাহ সুফী সৈয়দ বদরুল হক আলকাদেরী (মজিআ), বোয়ালখালী মাবুদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা মুফতি আব্দুর রহিম আলকাদেরী, আল আমিন হাশেমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। হাটহাজারী দরবার শরীফের শাহজাদা স.ম. এনাম, জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, শ্রীপুর দরবার শরীফের সাজ্জাদনশীন মাওলানা আব্দুল করিম আলকাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহ-দপ্তর সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর হোছাইন, ইমাম শেরে বাংলা সুন্নী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু মুছা কাদেরী, রাঙ্গুনিয়া নঈমীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন শাহ্ সুফী মাওলানা নঈম উদ্দীন মাইজভান্ডারী (মজিআ), বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কার্যনির্বাহী সদস্য কাজী আরাফাত হোসেন সহ আহলে সুন্নাত ওয়াল জমাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বাংলাদেশ ইসলামী যুবসেনার নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেসবিজ্ঞপ্তি।

Loading


শিরোনাম বিএনএ