বিএনএ, ঢাকা : সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। রোববার (২৫ জুলাই) বেলা পৌনে তিনটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
মো. ইসরাইল হোসেন স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। চাঁপাইনওয়াবগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জের একাংশ) আসনে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইসরাইল হোসেন । গত ৩ জুলাই তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুর ইসলামকে উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়।
মোহাম্মদ ইসরাইল হোসেনের মৃত্যুতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ নির্বাচন কমিশন গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বিএনএনিউজ/এইচ.এম।