25 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

চট্টগ্রামে জামায়াত নেতা হেলালী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামসুজ্জামান হেলালী (৪৬) বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির বি ব্লক ১ নম্বর রোডের সাত্তার ম্যানশনের মো. আব্দুস সাত্তারের ছেলে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার জানান, শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য,  ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থনে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন শামসুজ্জামান হেলালী। এছাড়া তিনি জামায়াতে ইসলামী পাঁচলাইশ থানা কমিটির আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ