29 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - মে ২৫, ২০২৫
Bnanews24.com
Home » মাদক গ্রহণের অভিযোগে পদ হারানো সেই নারী সমন্বয়ক ফের স্বপদে

মাদক গ্রহণের অভিযোগে পদ হারানো সেই নারী সমন্বয়ক ফের স্বপদে


বিএনএ, চট্টগ্রাম : মাদক-অনিয়ন্ত্রিত জীবনযাপনের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। শনিবার (১৭ মে) মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত আদেশে একথা জানানো হয়।

তবে এক সপ্তাহের মাথায় তাকে আবার স্ব পদে বহাল করেছে বৈছাআ। শনিবার (২৪ মে) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংগঠনিক বিবেচনায় তাকে দলে নেওয়ার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে।

এর আগে এর আগে গত শনিবার (১৭ মে) একটি আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

ওই আদেশে বলা হয়েছিল, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ