28 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় জাতির পিতা জাতীয় ফুটবল টূর্ণামেন্ট শুরু

লোহাগাড়ায় জাতির পিতা জাতীয় ফুটবল টূর্ণামেন্ট শুরু

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টূর্ণামেন্ট

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টূর্ণামেন্ট, বালক( অনুধর্ব-১৭)-২০২২ শুরু হয়েছে। বুধবার(২৫ মে)  বিকেলে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে  উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।

লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  উদ্বোধনী খেলায় অংশ নেন আধুনগর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম চুনতি ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাছির উদ্দিন, লোহাগাড়া ক্রীড়া সংস্থার সম্পাদক এসকে শামসুল আলম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জয়নুল আবদীন জনু কোম্পানী, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু বকর ও সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, মুক্তিযোদ্ধা রফিক দিদার, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক মুুহাম্মদ রায়হান সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমূখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মাস্টার নাছির আহমেদ। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন কাইছার হামিদ।

খেলার ফলাফল : 

খেলায় আধুনগর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে হারিয়ে চুনতি ইউনিয়ন ফুটবল পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলে জয় লাভ করে।

বিএনএনিউজ২৪,রায়হান সিকদার , এসজিএন

Loading


শিরোনাম বিএনএ