18 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জলদস্যু আটক

কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জলদস্যু আটক


বিএনএ, কক্সবাজারে : কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মেঘনা গ্রুপের লাইটার জাহাজ এম ভি মার্কেন্টাইলে ডাকাতির ঘটনায় জড়িত ৫ জলদস্যুকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২৪ মে) রাত সোয়া এগারটার দিকে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন শিকদারপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যব-৭ চট্টগ্রামের একটি দল।

আটককৃতরা হলেন- মোঃ আবু বক্কর (৫৫), মোঃ মোজাম্মেল হক (৫১), মাহমুদুল করিম(৪২), দিদারুল ইসলাম (৪৮), মোঃ মিনার (২৯)। তাদের সকলের বাড়ী কক্সবাজারের কুতুবদিয়ায়।

র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা একটি চক্রবদ্ধ ডাকাত দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী এলাকাসহ সাগর পথে বিভিন্ন চ্যানেলে ডাকাতি করে আসছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ