24 C
আবহাওয়া
১০:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মার্কিন দুশ্চিন্তার শেষ নেই ‘UFO’ নিয়ে

মার্কিন দুশ্চিন্তার শেষ নেই ‘UFO’ নিয়ে

unidentified flying objects

মার্কিন আকাশে উড়ন্ত শনাক্তবিহীন বস্তু(unidentified flying objects ) সম্পর্কে মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞদের বেশ ভাবিয়ে তুলেছে। বেশি গুরুত্ব পাচ্ছে সামরিক এলাকার আকাশে এই বস্তুটিকে উড়তে দেখা যাওয়ায়।

এএফপি জানায়, গত ২০বছর ধরে উড়ন্ত শনাক্তবিহীন বস্তু(unidentified flying objects) অনেকবার দেখা গেছে। কেউ কেউ অ্যালিয়ন, অন্যগ্রহের কোন বস্তু, আবার কিছুই না, এটি স্রেফ আলো ইত্যাদি নানান অভিমত ব্যক্ত করেছেন।

একজন নৌ গোয়েন্দা কর্মকর্তা বলেন, সামরিক প্রশিক্ষণ এলাকায় এটি অনেকবার দেখা গেছে। সেনাবিহনী ,নৌবাহিনীর কোন রাডারেও এটি ধরা পড়ে না। মি. স্কট ব্রে বলেন, এই সম্পর্কে আমরা কোন কিছু ধারণাও করতে পারছি না।বলারও কিছু নেই। এটি হয়তো অন্যগ্রহের কিছু। মিলিটারি পাইলটরাও unidentified flying objects  সম্পর্কে কিছু স্পস্ট বলতে পারে নি। মার্কিন সরকারের উচ্চ পদস্থ Andre Carson নামে একজন নিরাপত্তা কর্মকর্তা unidentified flying objectsকে প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেন এবং বলেন, এটা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ।

সূত্র: the thaiger, ফটো : Flickr/Vladimir Pustovit

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ