28 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » সিরিজ জিতে ওডিআই সুপার লিগে শীর্ষে তামিমরা

সিরিজ জিতে ওডিআই সুপার লিগে শীর্ষে তামিমরা

সিরিজ জিতে ওডিআই সুপার লিগে শীর্ষে তামিমরা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে নিলো বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মে) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০৩ রানে জয় পায় বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ডি/এল নিয়মে খেলা গড়ায়। এ জয়ের মধ্য দিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল।  তামিম ইকবালরা ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে হটিয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল।

৯ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে ইংল্যান্ড। ৬ ম্যাচে চার জয়ে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ পজিশনে রয়েছেন পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

মঙ্গলবারের খেলায় বাংলাদেশের ২৪৬ রানের জবাবে খেলতে নামে সফরকারী শ্রীলঙ্কা। সফরকারীদের ৩৮তম ওভার শেষে বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। বৃষ্টি থামার পর শেষ পর্যন্ত খেলা গড়ায় মাঠে। ডি/এল নিয়মে শেষ ২ ওভারে জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়। স্বাভাবিকভাবেই অতিক্রম করতে পারেনি শ্রীলঙ্কা। ৪০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানে থেমেছে তাদের ইনিংস। দ্বিতীয় ওয়ানডেতে ডি/এল নিয়মে ১০৩ রানের এই জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে এটাই প্রথম সিরিজ জয় বাংলাদেশের।

শুরুতে শ্রীলঙ্কান অধিনায়ক কুশল পেরেরাকে সাজঘরে পাঠিয়ে ক্যারিয়ারের অভিষেক উইকেট পান শরিফুল ইসলাম। মোস্তাফিজের অফের বল ডিপ অনে স্কয়ার কাট করতে গিয়ে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। মোস্তাফিজের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান দানুশকা গুনাথিলাকা। সাকিবের প্রথম শিকার হয়ে সাজঘরে ফেরেন পাথুম নিসানকা। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন লঙ্কান সহ-অধিনায়ক কুসল মেন্ডিস। মেহেদী হাসান মিরাজের বল মেন্ডিসের প্যাডে আঘাত করে। ফিল্ডারদের জোড়ালো আবেদনে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েছিলেন মেন্ডিস। কিন্তু পাল্টায়নি সিদ্ধান্ত। সাকিবের যাদুকরী ঘূর্ণিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ধনাঞ্জয়া ডি সিলভা। এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার আগে মাত্র ৬ রান করেন ধনাঞ্জয়া। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন দাসুন শানাকা। মেহেদী হাসান মিরাজের বল সুইপ করে ছক্কা মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন শানাকা। প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। মিরাজের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হাসারঙ্গা। হাসারঙ্গার পর দ্রুত অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। মুস্তাফিজের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন আশেন বান্দারা। এর পর শ্রীলঙ্কা শিবিরে জোড়া আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন লাকসান সান্দাক্যান। এর পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

এর আগে টসজয়ী বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দলীয় ১৫ রানের মাথায় তামিম ইকবালের আউট হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। শুন্য রানে আউট হয়ে দেশকে চাপে ফেলেন সাকিব আল হাসান। একাই লড়ে যান মুশফিকুর রহিম। যতক্ষণ ক্রিজে ছিলেন এক প্রান্ত আগলে রেখে ১২৭ বল খেলে ১২৫ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৮ বলে ৪১ রান করেন। শেষ পর্যন্ত ৪৮ ওভার ১ বলে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে চামিরা ও সান্দাকান তিনটি করে এবং উদানা ২টি ও হাসারাঙ্গা ১ টি উইকেট নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ