24 C
আবহাওয়া
৮:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে দুই অটো রাইস মিলকে অর্থদণ্ড

বোয়ালখালীতে দুই অটো রাইস মিলকে অর্থদণ্ড

বোয়ালখালীতে দুই অটো রাইস মিলকে অর্থদণ্ড

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার হাজীরহাট এলাকায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুইটি অটো রাইস মিলকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর ২টি মামলায় ৩০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রনীত বিধিমালা অনুযায়ী ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যা অসাধু ব্যবসায়ীরা মানছেন না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস এবং বোয়ালখালী থানা পুলিশ।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ