বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে হিমেল (২২) নামে আরও এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় এমরান (২০) নামে আরেকজনকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫এপ্রিল) বিকেল ৫টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।
তিনি বলেন, বিকেলের দিকে তারা ৪-৫ বন্ধু লাবনী বিচে গোসল করতে আসেন। এক পর্যায়ে স্রোতের টানে দুই বন্ধু ভেসে যায়। লাইফ গার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপরজনকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকের উদ্ধারের কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করে যাচ্ছি।
এর আগে সকালে শাহজাহান নামে আরেক পর্যটক গোসল করতে নেমে মারা গেছে। পর্যটকদের অসচেতনতার কারণে এ ঘটনা ঘটছে।
লাইফগার্ড কর্মীরা জানান, এখন গ্রীষ্মকাল দক্ষিণা হাওয়া বইছে, সাগর উত্তাল, প্রচন্ড ঢেউয়ের গতিবেগ। এছাড়া সমুদ্রের জলতরঙ্গের বাঁকে বাঁকে নরম চোরাবালি। তাই ভাটার সময় খুব সাবধানে পানিতে নামতে হয়।আমরা মাইকে বারবার সতর্কবার্তা প্রচার করে যাচ্ছি, তারপর ও দুর্ঘটনা ঘটছে।
বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি,জিএন