25 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২


বিএনএ, বিশ্বডেস্ক: পাকিস্তানে কাউন্টার টেররিজমের অফিসে জোড়া বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। সোমবার (২৪ এপ্রিল) খাইবার পাখতুন খোয়া প্রদেশের দুর্ঘটনায় আহত ৫০ জনের বেশি।

শরিফুল্লাহ খান নামের এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম আলজাজিরাকে জানিয়েছেন, তারা মনে করছেন এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। অফিসে বিস্ফোরণ ঘটেছে মজুদকৃত বিস্ফোরক থেকে। অফিসটিতে কিছু বিস্ফোরক রাখা ছিল— যেগুলোতে আগুন ধরে যায়। এরপরই এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যে ভবনে বিস্ফোরণ হয়েছে সেখানে কাবাল বিভাগ পুলিশ স্টেশন এবং রিজার্ভ পুলিশ বাহিনীর সদর দপ্তর ছিল। তবে মূল ক্ষতিটা হয়েছে কাউন্টার টেররিজমের অফিসে।

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত বলেছেন, অফিসে একটি পুরানো গোলাবারুদের দোকান ছিল। পুলিশ এই বিস্ফোরণ ঘটিয়েছে নাকি এটি একটি হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনায় পৃথকভাবে নিন্দা ও শোক জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ, খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান প্রমুখ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ