31 C
আবহাওয়া
১১:৪৭ অপরাহ্ণ - জুন ১, ২০২৪
Bnanews24.com
Home » ১২ দিনের মধ্যেই প্রিলির ফল ঘোষণা করে রেকর্ড গড়ল পিএসসি!

১২ দিনের মধ্যেই প্রিলির ফল ঘোষণা করে রেকর্ড গড়ল পিএসসি!


বিএনএ, ডেস্ক : ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। অন্যান্য বিসিএস পরীক্ষাগুলোর তুলনায় এবারের প্রিলিমিনারি পরীক্ষার ফল সবচেয়ে কম সময়ের মধ্যে প্রকাশ করে রেকর্ড গড়ল পিএসসি।

এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। ৪৬ তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশ। এই বিসিএসে সর্বমোট ক্যাডার পদ রয়েছে ৩১৪০টি। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের আগস্ট মাসে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে এ ফলাফল ঘোষণা করা হয়।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের ২৬ এপ্রিল। ফলে পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১২ দিনের মধ্যেই এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার ফল ঘোষণা করলো পিএসসি—যা বিসিএসের ইতিহাসে রেকর্ড। এর আগে ৪৫তম বিসিএলের প্রিলি পরীক্ষার ১৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছিল।

পিএসসি সূত্রে জানা গেছে, প্রিলিমিনারির ফল দ্রুত প্রকাশের জন্য শুক্র ও শনিবার ছুটির দিনেও কাজ করেছেন পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে দ্রুত ফল প্রকাশ করতে চাওয়া মানেই তাড়াহুড়া নয়, শতভাগ নিশ্চিত হয়েই ফল প্রকাশিত হবে।

দায়িত্ব পাওয়ার পর পিএসসির বর্তমান চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিসিএস পরীক্ষার সময় কমিয়ে আনার ব্যাপারে কাজ করছে পিএসসি। আমরা একটি রোডম্যাপের আলোকে সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করতে চাই। এই রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা শেষ হয়ে যাবে।

বিসিএস প্রত্যাশীদের দীর্ঘদিনের অভিযোগ, একটি বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে প্রায় তিন বছর সময় নেয় পিএসসি। দ্রুত প্রিলির ফল প্রকাশ হওয়ায় লিখিত ও ভাইভা পরীক্ষাও অন্যান্য বিসিএসের তুলনায় কম সময়ে সম্পন্ন করতে পারবে বলে মনে করছেন চাকরি প্রার্থীরা।

বিএনএ/ সৈয়দ সাকিব, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ