বিএনএ, ঢাকা: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে শুরু হয়েছে ‘ফুড ফেস্ট’ বা ‘খাবারের উৎসব’। উৎসব চলাকালে ভোজন রসিকরা পাবেন সব খাবারের ওপর ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৮ এ ‘বাইট ইনটু হ্যাপিনেস’ থিমে আয়োজিত ফুড ফেস্টের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্টস লিমিটেডের (বিসিডিএল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।
এ সময় বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ফুড ফেস্ট ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
উদ্বোধন অনুষ্ঠানে শেখ এহসান রেজা বলেন, ‘বসুন্ধরা সিটিতে ৮০টির ওপরে রেস্টুরেন্ট আছে। বসুন্ধরা সিটিতে ডাইভারসিফায়েড মেনু দিয়ে অনেক মজাদার খাবার অফার করা হয়। কাস্টমসদের আরো ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডিসকাউন্ট মূল্যে গ্রাহকরা যেন অত্যন্ত সুস্বাদু খাবারের স্বাদ পেতে পারে এটাই আমাদের মেইন ইনিশিয়েটিভ। এ ছাড়াও বসুন্ধরা সিটিতে যে এতগুলো রেস্টুরেন্টে আছে, সেটাও সবাইকে জানানো আমাদের উদ্দেশ্য। তবে কাস্টমারদের আরো ভালো এক্সপেরিয়েন্স দিতে সব ধরনের খাবারের ওপর ডিসকাউন্ট সুবিধাও দেওয়া হয়েছে।’ যে কোনো ধরনের কেনাকাটা করতে গেলে ঘুরাঘুরির সাথে সাথে খাবারের বিষয়টাও নিত্যপ্রাসঙ্গিক হয়ে ওঠে। এমন ধারণা থেকেই বাংলাদেশের শপিংমলগুলোর মধ্যে প্রথমবারের মতো ফুডকোর্টের ধারণা নিয়ে আসে বসুন্ধরা সিটি শপিং মল।
শুধু সাশ্রয়ী কেনাকাটার জন্য ব্র্যান্ডশপই নয়, দেশি-বিদেশি ইটারি ব্র্যান্ডকেও এক ছাদের নিচে নিয়ে এসেছে আভিজাত্যপূর্ণ বসুন্ধরা শপিং মল। কুয়াশার চাদরঘেরা শহরে শীতের শীতলতা যখন বিদায় বেলায়, এমন সময়ে ফুড লাভারদের জন্য অসাধারণ এক উপলক্ষ্য নিয়ে এসেছে বসুন্ধরা সিটি শপিং মল।
কেনাকাটা, সিনেমা দেখা কিংবা টগি ফানে গেমিং এক্সপেরিয়েন্স, যেখানেই আপনার আগমন ঘটুক, যাত্রার সমাপ্তি হোক খুশি মনে বসুন্ধরা সিটির সুপরিসর এই ফুড ফেস্টে।
বিএনএনিউজ/ বিএম