বিএনএ, হাটহাজারি : চিকিৎসার কথা বলে চেতনানাশক খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী প্রকাশ ওরফে ডেরা বাবা আলী নামে এক কবিরাজকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার বাথুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদ আলী ওই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।
মঙ্গলবার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্বামীর সঙ্গে যোগাযোগ করার জন্য এক প্রতিবেশীর পরামর্শে ওই নারী দ্বারস্থ হন মোহাম্মদ আলীর। গত ২২ জানুয়ারি শেষবারের মতো পানিপড়া খেতে নিজের আসর হাটহাজারীতে যেতে বলে ওই কবিরাজ। সেখানে কৌশলে পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পান করতে দেয়। তা পান করে অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে বুঝতে পারেন, তাকে ধর্ষণ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার দুই দিন পর সোমবার র্যাবের কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। এরপর র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।’
র্যাব জানায়, আটক মোহাম্মদ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে এক ভুয়া কবিরাজ। প্রতারণার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে তাবিজ, পানিপড়া দেয়। এরপর বিভিন্ন কৌশলের অসহায় নারীদের নিয়ে এসে শারীরিক সম্পর্ক করে। তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আটকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে ।
বিএনএনিউজ/এইচ.এম।