30.3 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় প্রাণহানি ১৮ জনের,আক্রান্ত ৬০২

২৪ ঘন্টায় প্রাণহানি ১৮ জনের,আক্রান্ত ৬০২


বিএনএ,ঢাকা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৩ জন নারী।বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত ১৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন,চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন এবং ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন।ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৮ জন, রাজশাহীতে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজন মারা যান।এ নিয়ে, মারা গেছেন ৮ হাজার ৪১ জন।পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ পর্যন্ত ৬ হাজার ৯৫ জন পুরুষ এবং ১ হাজার ৯শ ৪৬ জন নারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার(২৫ জানুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬০২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৩২ হাজার ৪০১ জনে।েএকই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৫৬৬ জন। এ নিয়ে দেশে মোট ৪ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২০০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৬টি, জিন-এক্সপার্ট ২৮টি, র্যা পিড অ্যান্টিজেন ৫৬টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৮১০টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৭০ হাজার ৩৭৮টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার চার দশমিক ০৬ শতাংশ।এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৯১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৯ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ