28 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি নেতারা:তথ্যমন্ত্রী

টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি নেতারা:তথ্যমন্ত্রী

টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি নেতারা:তথ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা:দেশের জনগণকে বিভ্রান্ত করতেই বিএনপি নেতারা করোনা টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তারা সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সবক্ষেত্রেই বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির মহাসচিব বক্তব্য দিয়েছেন যে,এই টিকার ওপর নাকি তাদের আস্থা নেই।এই টিকার ওপর পুরো পৃথিবী আস্থা স্থাপন করেছে,বিশ্ব স্বাস্থ্য সংস্থা আস্থা স্থাপন করেছে, ভারতের কোটি কোটি মানুষকে এই টিকা দেয়া হচ্ছে।পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে বিভ্রান্ত করার জন্য বলেছেন,এই টিকার ওপর জনগণের আস্থা নেই।

হাছান মাহমুদ বলেন,বিএনপির মহাসচিব বালখিল্যের মতো বলেছেন,এই টিকা প্রধানমন্ত্রীকে দেয়া হোক। এখন সন্দেহ হচ্ছে, মানুষ বুড়ো হয়ে গেলে একটা রোগ হয়, সেই রোগ হচ্ছে ডিমেনশিয়া, অর্থাৎ আবোল-তাবোল বলে।এই রোগটা শুধু মানুষের হয় তা নয়,এটি মানবগোত্রীয় অন্যান্য প্রাণীরও হয়।এখন সন্দেহ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ডিমেনশিয়া রোগ হয়েছে কিনা!না হলে তিনি যেভাবে কথা বলেছেন, একজন দায়িত্বশীল নেতার মুখ থেকে এমন বক্তব্য আশা করা যায় না।টিকা নিয়ে জনগহণকে বিভ্রান্ত না করার জন্য বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানান তিনি।এছাড়া, জনগণের মধ্যে আস্থা ফেরাতে প্রয়োজনে সবার আগে টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ড. হাছান মাহমুদ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ