বিএনএ বিশ্বডেস্ক : রাশিয়ায় একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে মারা গেছে ২০ জন। স্থানীয় সময় শুক্রবার (২৩ ডিসেম্বর) পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে এ দুর্ঘটনা ঘটে। আগুনের ঘটনায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
জানা যায়, উদ্ধারকারীরা তীব্র শীতের মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দোতলা কাঠের বাড়িটির আগুন নিয়ন্ত্রণে আসে। বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল। সেখানকার সুরক্ষা ব্যবস্থায় অবহেলার অভিযোগে এরই মধ্যে একটি মামলা করা হয়েছে।
কেমেরোভোর গভর্নর সের্গেই সিভিলেভ বলেছেন, আগুনের ঘটনার পর অঞ্চলটির সব নার্সিং হোম পরীক্ষা করা হবে। আমরা এ ধরনের সব প্রতিষ্ঠান পরিদর্শন করবো, বিশেষভাবে বেসরকারিগুলো। এক সপ্তাহের মধ্যে পরিদর্শন শেষ হবে।
বিএনএ/ ওজি