28 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » উসকানি দিয়ে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

উসকানি দিয়ে লাভ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রমশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে রোহিঙ্গারা: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,কোনো উসকানি দিয়ে লাভ হবে না। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ। এ দেশ সবার। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। কোনো শক্তি বাংলাদেশকে এ জায়গা থেকে সরাতে পারবে না। সবাই এখানে বাংলাদেশি।

শুক্রবার((২৪ ডিসেম্বর) রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময়  ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তিনি বলেন, বড়দিনে যেমন আমরা সবাই একত্রিত হই, তেমনই পূজার সময়েও আমরা একত্রিত হই। ঈদের সময়েও একই চিত্র দেখা যায় আমাদের দেশে। এছাড়াও আমরা বৌদ্ধ পূর্ণিমাতে সবাই সবার আনন্দ ভাগাভাগি করি। এটাই বাংলাদেশ।

সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে স্বাধীন হয়। এ দেশে সবার সমান অধিকার আছে। স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন, তারা যদি নিজ নিজ এলাকায় সজাগ থাকেন, তাহলে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত ও বাংলাদেশ শুধু ইতিহাস–সংস্কৃতিই শেয়ার করে না, ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সুযোগ-সুবিধাও শেয়ার করে। বাংলাদেশকে ভারত সব সময় সমর্থন করেছে এবং করে যাবে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের জায়গা দিন দিন আরও দৃঢ় হবে। তবে এখনো দুই দেশের মধ্যে অমীমাংসিত কিছু সমস্যা রয়ে গেছে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জির সঞ্চালনায় বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জে এল ভৌমিক, সদস্যসচিব চন্দ্রনাথ পোদ্দারসহ প্রমুখ।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
গাজীপুরে এলাকাবাসী-শ্রমিক সংঘর্ষ, কারখানায় আগুন বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক পিন্টু আর নেই শেখ হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে: ড. ইউনূস ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ড নভেম্বরের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি  সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন