বিএনএ, জামালপুর: জামালপুরে সুইড বাংলাদেশের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
সুইড জামালপুরের নির্বাহী সচিব অজয় কুমার পাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুইড জামালপুর এর সহ-সভাপতি ড.মঞ্জুরুল কাদির,শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা ওবায়দুল্লাহ সুজা, সুইড জামালপুর এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রাণী প্রমূখ।
মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নাচ, গান ও আবৃত্তি উপভোগ করে বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঠিক পরিচর্যার মাধ্যমে যেভাবে তাদের তৈরী করা হচ্ছে আমি আশা করি আগামীতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সম্পদে পরিণত হবে।
বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি