বিএনএ,মিরসরাই(চট্টগ্রাম) মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় হস্তশিল্প শিতল পাটির এক নারী কারিগর নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখি ওয়ারলেস নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফাতেমা বেগম (৭০)। স্বামী মৃত লাতু মিয়া। তার বাড়ি মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ায়।
জানা যায়, নিহত ফাতেমা বেগম একজন কুঠির শিল্পের কারিগর। তিনি নিজ হাতে শিতল পাটি তৈরি করে বাজারে বিক্রি করে তা দিয়ে জীবিকা নির্বাহ করেন। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত । নিজের হাতে তৈরি শিতল পাটি ভোর বেলা মিঠাছড়া বাজারে বিক্রয় করার জন্য যাচ্ছিলেন।এ সময় সড়ক দূর্ঘটনার শিকার হন তিনি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই মোজাম্মেল জানান, ঢাকা থেকে চট্টগ্রম মুখী ধনিয়ার বস্তা বোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে পথচারী এক নারী বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া গাড়ির ড্রাইভার আহত হয়েছে। তবে তার হদিস পাওয়া যায়নি।
বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি