বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে টাইগার বাহিনী।
সোমবার (২৪ অক্টোবর) অস্ট্রেলিয়ার ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় নেদারল্যান্ড।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে নাজমুল হোসাাইন শান্ত ও আফিফ হোসাইন ছাড়া আর কোন ব্যাটার নিজেকে তেমন মেলে ধরতে পারেন নি। শেষ পর্যন্ত নাজমুল হোসাাইন শান্ত ২০ বলে ২৫, সৌম্য সরকার ১৪ বলে ১৪, লিটন দাস ১১ বলে ৯, সাকিব আল হাসান ৯ বলে ৭, আফিফ হোসাইন ২৭ বলে ৩৮, ইয়াসির আলী ৫ বলে ৩, নুরুল হাসান ১৮ বলে ১৩, মোসাদ্দেক ১০ বলে ১৮ ও তাসকিন আহমেদ ০ রানে অপরাজিত থাকেন।
নেদারল্যান্ডের পক্ষে পল ভ্যান মিকেরেন ও বাস ডি লিড ২টি করে এবং ফ্রেড ক্লাসেন, টিম প্রিঙ্গল, শরীজ আহমদ, লোগান ভ্যান বেক ১টি করে উইকেট শিকার করেন।
বিএনএ/এ আর