19 C
আবহাওয়া
২:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বকাপে প্রথমবারের মতো তিন নারী রেফারি

বিশ্বকাপে প্রথমবারের মতো তিন নারী রেফারি


বিএনএ, স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ৩৬ জন রেফারি ম্যাচ পরিচালনা করবেন৷ এরমধ্যে তিনজন নারী৷ এবারই প্রথমবারের মতো নারী রেফারিরা বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন৷

তারা হলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা৷

এছাড়া আরও তিন নারী বিশ্বকাপে সহকারি রেফারি হিসেবে থাকবেন৷ তারা হলেন ব্রাজিলের নেওজা বাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট৷

ফিফার রেফারি কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা বলেন, ‘‘রেফারি বাছাইয়ের ক্ষেত্রে লিঙ্গ নয়, মেধার উপর জোর দিয়েছি৷”

স্টেফানি ফ্রাপার

২০১৯ সালে প্রথম নারী হিসেবে ফ্রান্সের লিগ ওয়ানে ম্যাচ পরিচালনা করেন তিনি৷ সে বছরই নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব পেয়েছিলেন ফ্রাপার৷ ২০১৯ সালে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ফাইনালে লিভারপুল ও চেলসির মধ্যকার ম্যাচে রেফারি ছিলেন তিনি৷ এরপর ২০২০ সালে পুরুষদের চ্যাম্পিয়নস লিগ ও গতবছর ফ্রেঞ্চ কাপের ফাইনালও পরিচালনা করেছেন৷

ফ্রাপার বলেন, কাতারের মতো দেশে যেখানে নারী অধিকারের রেকর্ড ভালো নয় সেখানে অনুষ্ঠিত বিশ্বকাপে নারী রেফারি নেয়ার সিদ্ধান্ত নিয়ে ফিফা একটি শক্ত বার্তা দেয়ার চেষ্টা করেছে৷

ইয়োশিমি ইয়ামাশিতা

২০১৯ সালে প্রথম নারী রেফারি হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ পরিচালনা করেন ইয়ামাশিতা৷ ফিটনেস কোচের চাকরি ছেড়ে এবছরই পেশাদার রেফারি হিসেবে নাম লিখিয়েছেন তিনি৷ অথচ শুরুতে তিনি রেফারি হতে চাননি৷ এএফপিকে তিনি জানান, তার বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু তাকে একরকম জোর করে ধরে নিয়ে গিয়ে মাঠে নামিয়ে দিয়েছিল৷ এরপর তিনি রেফারি হিসেবে কাজ করার আনন্দ পেয়ে যান৷

সালিমা মুকানসাঙ্গা

এবছর জানুয়ারিতে অনুষ্ঠিত পুরুষদের আফ্রিকা নেশনস কাপে প্রথমবারের মতো নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন মুকানসাঙ্গা৷ তিনি একসময় পেশাদার বাস্কেটবল খেলোয়াড় হতে চেয়েছিলেন৷ তবে ২০ বছর বয়স থেকেই তিনি রুয়ান্ডায় মেয়েদের লিগে রেফারি হিসেবে কাজ শুরু করেছিলেন৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত