14 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে ট্রাক দুর্ঘটনায় নিহত ২


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে  একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে দুজন নিহত এবং কমপক্ষে নয়জন আহত হয়েছেন। সোমবার(২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম বিকাশ (২৪)। কর্ণফুলী থানা পুলিশ জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি, মোটরসাইকেল এবং পাশে থাকা দোকানে আঘাত করে। এতে সিএনজি চালক ও বাইকআরোহীসহ দুজন ঘটনাস্থলেই চাপা পড়ে। তারা ধারণা করছেন, এই দুর্ঘটনায় আনুমানিক ১২ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ