34 C
আবহাওয়া
১১:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ, আগুনে পুড়িয়ে নষ্ট করেছে পুলিশ

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করেছে  মুক্তাগাছা থানা পুলিশ। শনিবার উপজেলায় বিভিন্ন বাজারে  ৩৪ দোকানে অভিযান চালিয়ে ব্যান্ডরোলযুক্ত প্রায় ২৫ হাজার সলাকা বিড়ি জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন  মুক্তাগাছা থানার সাব ইন্সপেক্টর শাশ্বত দত্ত চৌধুরী ও তার সংগীয় দল।

সাব ইন্সপেক্টর শাশ্বত দত্ত চৌধুরী বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র কম দামে ভোক্তাদের কাছে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রি করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার সলাকা রাজু বিড়ি, মটর বিড়ি, নূর বিড়ি ও মোহিনী বিড়ি জব্দ করা হয়। পরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অপরদিকে ময়মনসিংহের ভালুকা ও গফরগাও এলাকার মিদিলা বাজার, আসতানার মোড় , শান্তিগঞ্জ বাজার ও বিরুনিয়া মোড়ে ভালুকা থানা পুলিশের সহায়তায় ৩৫ টি দোকানে অভিযান করা হয় এবং ২০ হাজার শলাকা জনতা বিড়ি, জনি বিড়ি ও মোহিনী বিড়ি জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন ভালুকা থানার সাব ইন্সপেক্টর রেযাউল করিম ও তার সংগীয় দল।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ