14 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চন্দনাইশে দুই ভিক্ষুককে পুনর্বাসন

চন্দনাইশে দুই ভিক্ষুককে পুনর্বাসন

"ভিক্ষাবৃত্তি নিরসন ও নিরুৎসাহিত করণে চন্দনাইশ সমাজসেবা অধিদপ্তর"

বিএনএ, চন্দনাইশ: সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষাবৃত্তি নিরসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলায় দুই ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোহনা বেগম এবং জোয়ারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমকে ভিক্ষাবৃত্তিতে  জড়িত না হওয়ার শর্তে মালামালসহ দোকান ঘর নির্মাণ করে দেয় চন্দনাইশ উপজেলা সমাজসেবা কার্যালয়।

বৃহস্পতিবার(২৪ আগস্ট) দোকানঘর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান  আব্দুল জব্বার চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার  রাসেল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।

বিএনএ/ মোঃ আবু তাহের, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ