26 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » আরও একটি উপগ্রহের সফল উৎক্ষেপণ চীনের

আরও একটি উপগ্রহের সফল উৎক্ষেপণ চীনের


বিএনএ, বিশ্বডেস্ক :  আরও একটি উপগ্রহের সফল উৎক্ষেপণ করলো চীন। বুধবার (২৪ আগস্ট) সকাল ১১টা ০১মিনিটে চীনের থাই ইউয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ টু-ডি’ পরিবাহী রকেটে করে ‘বেইজিং-থ্রি-বি’ উপগ্রহ উৎক্ষেপণ করে চীন।

উপগ্রহটি সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে এবং উৎক্ষেপণ মিশন সম্পূর্ণভাবে সফল হয়েছে।

এই উপগ্রহটি মূলত ভূমি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি সম্পদ জরিপ, প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ এবং শহরে দূরমাপন উপাত্ত পরিষেবা সরবরাহ করবে।

এই মিশনটি লং মার্চ সিরিজের উৎক্ষেপণ যানবাহনের ৪৩৪তম উড্ডয়ন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ