বিএনএ, চট্টগ্রাম : কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ৭৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) রাতে বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ (র.) মাজার গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম জানান, কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ৭৪ জন রোহিঙ্গা বোয়ালখালীর করলডেঙ্গা এলাকায় লেবু বাগানে কাজ করতে এসেছিল। খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন রাতে ওই এলাকা থেকে ৩১ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
বিএনএনিউজ২৪/আমিন, এসজিএন