29 C
আবহাওয়া
১১:২২ অপরাহ্ণ - জুলাই ২৫, ২০২৫
Bnanews24.com
Home » গোপালগঞ্জের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিশন

গোপালগঞ্জের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিশন


বিএনএ, ঢাকা: গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনা উদ্ঘাটনে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক; সদস্য জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান; আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. সাইফুল ইসলাম; ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী কমান্ডার; কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক) সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ