19 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » টুইটারের লোগো বদলাচ্ছেন মাস্ক

টুইটারের লোগো বদলাচ্ছেন মাস্ক

টুইটারের প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন ইলন মাস্ক

বিএনএ, বিশ্বডেস্ক : এবার টুইটারের লোগো পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। রোববার (২৩ মার্চ) মাস্কের টুইট বার্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

টুইটারে করা পোস্টে তিনি লিখেছেন,’শীঘ্রই আমরা টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায় জানাব।’

ওই টুইটে মাস্ক আরও যোগ করেন,’যদি আজ রাতে যথেষ্ট ভাল লোগো পোস্ট করা হয়, আমরা আগামীকাল এটিকে বিশ্বব্যাপী লাইভ করে দেব।’ এবিষয় মাস্ক আর বিস্তারিত জানাননি।

ইলন মাস্কের পোস্ট, বরাবরের মতো, টুইটার ব্যবহারকারীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ আসন্ন পরিবর্তন সম্পর্কে তাদের উত্তেজনা প্রকাশ করলে, অন্যরা তাকে এই ভুল না করার জন্য ‘সতর্ক’ দিয়েছিলেন।

একজন ব্যবহারকারী লিখেছেন,’অকুলাসের সাথে জুক যে ভুলটি করেছিল, তার সদিচ্ছাকে হত্যা করে এটিকে ফেসবুক বানিয়ে ফেলবে না। তারপরে আপনি সাইটটিকে সম্পূর্ণরূপে আপনার সম্পর্কে তৈরি করবেন এবং অপ্রয়োজনীয়ভাবে ১০০% ট্রাইবালিজম ডায়াল করবেন। আনফোর্সড ত্রুটি।’

অন্য একজন ব্যবহারকারী মাস্কের সিদ্ধান্তকে সাহসী বলে অভিহিত করে বলেন, ‘এটি সাহসী বলে মনে হচ্ছে। আমি মুভি, টিভি, মিউজিক ইত্যাদিতে উল্লেখিত টুইটার এবং টুইটগুলি দেখতে পছন্দ করি৷ এটি বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলির মধ্যে একটি হতে হবে!’

অক্টোবরে টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘এক্স কর্প’ রাখেন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে টুইটার কতৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ