17 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বুধবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা

বুধবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা

বুধবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা

বিএনএ, স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির পর টেস্টে ভরাডুবি হয় বাংলাদেশের। তবে পূর্ণাঙ্গ সিরিজের শেষটা রাঙিয়েছে টাইগার বাহিনী। এবার জিম্বাবুয়ে সফর করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

জিম্বাবুয়েতে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩০ জুলাই টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট।

টি-টোয়েন্টি আর ওয়ানডে খেলতে এবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে ২৬ জুলাই দিবাগত রাত ১.৪০ মিনিটে অর্থাৎ ২৭ জুলাইয়ের (বুধবার) প্রথম প্রহরে এমিরেটসের একটি বিমানে টি-টোয়েন্টি দল ঢাকা ছাড়বে। এরপর ওয়ানডে দলের সদস্যরা আগামী ২৯ জুলাই দিবাগত রাত ১.৪০ মিনিটে অর্থাৎ ৩০ জুলাইয়ের প্রথম প্রহরে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ত্যাগ করবেন।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে গড়াবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট, একই ভেন্যুতে। তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৫টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডের লড়াই শুরু ৫ আগস্ট। ৭ ও ১০ আগস্ট বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। টি-টোয়েন্টি সিরিজের মতো এই সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুও হারারে স্পোর্টস ক্লাব মাঠ। স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়।

এদিকে জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া এই সফরেও থাকতে পারছেন না ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বঞ্চিত হওয়া মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি চৌধুরী ও অলরাউন্ডার সাইফুদ্দিন। কারণ ইতোমধ্যে অনুশীলন শুরু করলেও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি তারা।

মুশফিকুর রহিমের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ফরম্যাটেই খেলার কথা ছিল ইয়াসিরের। কিন্তু প্রথম টেস্টের আগেই সাইডলাইনে চলে যান তিনি। অপরদিকে ক্যারিবীয় সফরে যাবার আগমূহুর্তে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাইফুদ্দিন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ