31 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - জুন ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় চোরাই সিএনজিসহ যুবক গ্রেপ্তার

পটিয়ায় চোরাই সিএনজিসহ যুবক গ্রেপ্তার

পটিয়ায় চোরাই সিএনজিসহ যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত ট্যাক্সিসহ শাহেদুল আলম সবুজ (৩৩) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে পটিয়া পৌরসদরের সুচক্রদন্ডী এলাকা থেকে চোরাই সিএনজি ট্যাক্সির বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবুজ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোহাম্মদ আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, গত ২২ জুন রাতে সিএনজি ট্যাক্সিচালক মোস্তাফিজুর রহমান পটিয়া বাইপাস হয়ে যাওয়ার সময় চার ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে কিলঘুষি মেরে তার গাড়িটি নিয়ে যায়। ওইদিন গাড়িচালক বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পুলিশ আরও জানায়, পৌরসদরের সুচক্রদন্ডী গ্রামের সৈয়দ আহমদ দারোগার বাড়ির উঠানে ছিনতাইকারীরা ট্যাক্সির পার্টস বিক্রি করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে সবুজকে গ্রেপ্তার করলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও তিনজন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পটিয়া থানার ওসি জসিম উদ্দিন।

বিএনএনিউজ/ বিএম /এইচ মুন্নী

Loading


শিরোনাম বিএনএ