26 C
আবহাওয়া
৩:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ওজন ঝরালেন অভিনেত্রী শাবনূর!

ওজন ঝরালেন অভিনেত্রী শাবনূর!

SHABNUR

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। অনেকদিন বিরতি দিয়ে সম্প্রতি শুরু করেছেন নতুন ছবির কাজ। ছবিটির নাম ‘রঙ্গনা’। ঘোষণা দিয়ে প্রথম ধাপের শুটিংও করেছেন এই অভিনেত্রী। কথা ছিল ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। কিন্তু তা হয়নি। ছবিটির কাজই শেষ করতে পারেননি পরিচালক আরাফাত।

রোববার (২৩ জুন) ফেসবুকে শাবনূরের দুটি ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন-গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে ‘

ছবি দেখে বোঝা যাচ্ছে শাবনুর ওজন ঝরিয়েছেন। সেটাও চরিত্রের প্রয়োজনে। নতুন করে আবার দেখা যাবে তাকে।

এদিকে রঙ্গনা নিয়ে পরিচালক আরাফাত আরো বলেন, ‘রঙ্গনা’ দীর্ঘ বিরতির পর এই ছবি দিয়ে শাবনূর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে প্রথম দফায় ছবিটির শুটিং করেছেন তিনি। গত মাসে ছবির শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন শাবনূর। শাবনূর আপা দেশে ফিরলেই আমরা শুটিং শুরু করব।’

শেষবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে দেখা গিয়েছিল শাবনূরকে। সেদিন এফডিসিতে হাজির হয়ে চলচ্চিত্রবন্ধু-সহকর্মীদের সঙ্গে উচ্ছ্বসিত দেখা গেছে এই নায়িকাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা


শিরোনাম বিএনএ