30 C
আবহাওয়া
৮:৫৫ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মায় ৪৭ গরুসহ ট্রলারডুবি

পদ্মায় ৪৭ গরুসহ ট্রলারডুবি


বিএনএ, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে গরুবাহী ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (২৪ জুন) সকালে উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৭টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।

কোরবানির পশুর হাটে বিক্রি করতে ১৫ জন ব্যবসায়ী যমুনা ও পদ্মা নদী দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে নয়টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরুব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।

গরুব্যবসায়ীদের মধ্যে একজন চৌহালী উপজেলার মুরাদপুর মো. নূরুল ইসলাম জানান, খামারিদের কাছ থেকে ৪৭টি গরু কিনে তারা ১৫ জন ব্যবসায়ী নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। তীব্র স্রোতের কারণে ট্রলারটি ডুবে যায়।

ট্রলার মালিক ফারুক বলেন, নৌকাটি সরাসরি ডুবে গেছে। কাত হয়নি। ধারণা করছি কোনো কারণে ট্রলারের নিচে ফেটে যেতে পারে।

হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, ট্রলারের নিচে ফুটো হয়ে গরুসহ নদীতে ডুবে যায়। ১৭টি গরু উদ্ধার হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ