17 C
আবহাওয়া
৫:৫২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » সাতক্ষীরায় ভারতীয় এয়ারগানসহ যুবক আটক

সাতক্ষীরায় ভারতীয় এয়ারগানসহ যুবক আটক

সাতক্ষীরায় ভারতীয় এয়ারগানসহ যুবক আটক

বিএনএ, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ১১টি ভারতীয় এয়ারগানসহ ইমাদুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ মে) সকালে উপজেলার সখিপুর মোড় বাস কাউন্টারের পাশ থেকে এয়ারগানসহ তাকে আটক করা হয়।

বুধবার (২৪ মে) দুপুর ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার।

আটক ইমাদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের নুর ইসলামের ছেলে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, ভারত থেকে পাচার হয়ে বেশ কিছু এয়ারগান বাংলাদেশে এসেছে এমন গোপন খবরে সখীপুর পরিবহণ কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এসময় ১১টি এয়ারগানসহ ইমাদুল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ