24 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫

ঢাকা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫

বিএনএ,স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মঙ্গলবার ( ২৪ মে ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নামে আগের দিনের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিকুর রহিমের ১৭৫ রানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাও স্থায়ী হলো না তাদের জুটি। ৯২.১ ওভারে রাজিথার বলে মেন্ডিসের ক্যাচে পরিণত হন লিটন। তিনি সংগ্রহ করেন ১৪১ রান। ২৪৬ বলে তার ইনিংস সাজানো ছিল ১৬ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারি দিয়ে। ১১৬.২ ওভারে আউট হন এবাদত হোসেন।

শেষ পর্যন্ত ব্যাট চালিয়ে অপরাজিত ছিলেন মুশফিক। তিনি সংগ্রহ করেছেন ১৭৫ রান। তার ব্যক্তিগত ইনিংসটি ৩৫৫ বলে ২১টি বাউন্ডারি দিয়ে সাজানো। তাইজুল ইসলাম ৩৭ বলে দুই বাউন্ডারিতে ১৫ রানে আউট হন।

ব্যক্তিগত রানের স্কোর দুই অংকে পৌঁছাতে পারেনি আর কেউ। নাজমুল হোসেন শান্ত ৮ ও মুমিনুল হক করেছেন ৯ রান। মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন, খালেদ হোসেন ও এবাদত হোসেন রানের খাতা না খোলে আউট হন।

শ্রীলঙ্কার পক্ষে কাসুন রাজিথা ৫ ও আসিথা ফার্নান্দো ৪ উইকেট পেয়েছেন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ