31 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


বিএনএ, গাইবান্ধা : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় হিরা খাতুন (৩৩) নামে এনজিওর এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মদনের পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিরা খাতুন (৩৩) নাটোর জেলার সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে। তিনি প্রশিকার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হিরা খাতুন বুধবার অফিস শেষে বাসায় ফেরেন। বৃহস্পতিবার সকালে বাসার মোটর চালিয়ে পানি তোলেন এবং গোসল করেন, তবে পরে অফিসে যাননি। সহকর্মীরা ও বাসার মালিক তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও কোনো সাড়া মেলেনি। পরে বাসার দরজায় ধাক্কাধাক্কি করে ও জানালার ফাঁক দিয়ে মোবাইলের আলো ফেলে তারা দেখতে পান, হিরা ঘরের আড়ার সঙ্গে নিজের পড়নের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

বাসার মালিক শহিদুর রহমান বলেন, ‘প্রশিকার মদনের পাড়া শাখার ম্যানেজার সুরেষ চন্দ্র বর্মণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে গত রোজার ঈদের সময় থেকে পালিয়ে রয়েছেন। এরপর থেকেই গ্রাহকরা হিরাসহ এনজিওর অন্যান্য কর্মীদের ওপর টাকা ফেরতের চাপ দিয়ে আসছিল।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ