22 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

বিএনএ,স্পোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩ মে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

প্রথম ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে নতুন মুখ পেসার শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা। দলে রাখা হয়েছে শরিফুল ইসলামকেও। যদি ফিট থাকে সেক্ষেত্রে খেলতে পারবেন এই পেসার। দলে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম ও পেসার আবু জায়েদ রাহী। গত দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলে ছিলেন এই দুজন।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ২২টি টেস্ট খেলেছে। জয় মাত্র ১টিতে আর ড্র চারটিতে। দেশের মাটিতে ৮টি টেস্ট খেলে ৬টিতে হার আর ২টিতে ড্র।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ